Friday, 20 July 2018

জেনে নিন বিখ্যাতদের উক্তি .....


  এ পি জে আবুল কালাম
   স্বপ্ন সেটা নয় যেটা মানুষ গুমিয়ে গুমিয়ে দেখেস্বপ্ন সেটা যেটা মানুষক গুমাতে দেয় না ।


  ডেল কানেগি
  সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা। সুখ হল আপনি যা চান তা
  পাওয়া ।


  বিল গেট্‌স
 গরিব হয়ে জন্ম গ্রহন করা কোন দোষ নয় কিন্তু গরিব হয়ে মৃত্যু বরন করা দোষ।


  অ্যালবাট আইনস্তাইন
 মহৎ ব্যক্তিরা সর্বদাই সংকীণ ব্যক্তিতের অধিকারী মানুষদের নিকট থেকে ভয়ানক বাধার 
সম্মুখীন  হয় ।


  অ্যারিস্টট্ল
  আমারা ঠিক তাই ,যা আমারা বারবার করি ।আথাৎ উৎকষতা কোন দৈব-ঘটনা নয়,বরং তা একটি        অভ্যাসমাএ ।


  মার্ক টোয়েইন
  যখন সমগ্র পৃথিবী তোমার বিপক্ষে চলে যায়,তখন তুমি ঘুরে
  দাড়াও এবং পৃথিবীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করো ।






#Happy Blogging😐😏


EmoticonEmoticon